Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link

ভোলাহাটে ১ জন ডাকাতকে আটক করেন - জাহান বাংলা ২৪

 

ভোলাহাট ফলিমারি বিল  এলাকায় ডাকাতির ঘটনার প্রধান সমন্বয়কারী এবং নেতৃত্বদানকারী মোঃ আব্দুল ওহাব@

গত ২৩/০৮/২০২১ তারিখ ভোলাহাট ফলিমারি বিল  এলাকায় ডাকাতির ঘটনার প্রধান সমন্বয়কারী এবং নেতৃত্বদানকারী মোঃ আব্দুল ওহাব@ অভাব ডাকাত (২৫) পিতা- মৃত আনছার আলী, সাং - আড়গাড়াহাট (পার এখলাছপুর), থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জ কে ১১/৯/২০২১ তারিখ রাত্রী ০১:৩০ ঘটিকায় সদর মডেল থানাধীন বিদিরপুর মোড় থেকে  গ্রেফতার করা হয়।

 এসময় তার হেফাজত থেকে একটি ওয়ান শ্যূটারগান, ২০০(দুইশত) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এবং ভোলাহাট ফলিমারি বিল  এলাকায় ডাকাতির ঘটনায় লুন্ঠিত হওয়া ০৩ (তিন) টি মোবাইল ফোন উদ্ধার করা হয় । উক্ত আসামির বিরুদ্ধে  আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন